ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

গাজীপুর: জেলায় সিটি করপোরেশনের হারিকেন এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক রিকশাভ্যানের চালক নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রফিকুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মতকুলা এলাকার মেছের উদ্দিনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় বাসা ভাড়া থেকে রিকশাভ্যান চালাতেন রফিকুল ইসলাম। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় পাথর বোঝাই একটি ড্রামট্রাক তার রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত রফিকুলের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।