ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাঁজা কেনার খরচ কমাতে বাড়িতেই চাষ, মালিকসহ আটক চার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
গাঁজা কেনার খরচ কমাতে বাড়িতেই চাষ, মালিকসহ আটক চার

দিনাজপুর: গাঁজা কেনার খরচ কমাতে নিজ বাড়িতেই চাষ করেন এক সেবনকারী। এরপর চাষকৃত গাছ থেকে গাঁজা বিক্রিও শুরু করেন তিনি।

পরে পুলিশের জালে ধরা পড়েন ওই গাঁজা চাষি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘটেছে এমন ঘটনা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছের মালিকসহ চারজনকে আটক করা হয়।

এসময় ১৩ কেজি ওজনের ১১ ফুট লম্বা গাঁজার গাছ, ওই গাছে শুকনা গাঁজা ৭০ গ্রামসহ গাঁজা সেবনের সামগ্রী জব্দ করা হয়।

পরে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের পুলিশের মাধ্যমে দিনাজপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের গাঁজা চাষি বীরবল (৪০) একই এলাকার সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।

জানা গেছে, বীরবল প্রতিদিন গাঁজা সেবনে অভ্যস্ত ছিলেন। গাঁজা কিনতে গেলে বিভিন্ন ঝামেলা ও টাকা বেশি খরচ হয়। তাই তিনি সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বাড়ির আঙিনাতেই চাটাই মুড়িয়ে সযত্নে রোপণ করছিলেন গাঁজার গাছ। গাঁজা সেবনের পাশাপাশি তার চাষকৃত গাছ থেকে গাঁজা বিক্রিও করছিলেন বীরবল।  

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বসতবাড়িতে গাঁজার গাছ চাষাবাদ এবং ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখে সেবনের অপরাধে চারজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।