ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলো ট্রেনের তিন বগি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
ত্রিশালে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলো ট্রেনের তিন বগি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। পরে সংযোগ দিয়ে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের উদ্দেশে যাত্রা করে।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রুটে আধাঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।  

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক জানান, ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়।  

পরে আধা ঘণ্টার মধ্যেই তিনটি বগির সংযোগ দিয়ে ট্রেনটি ছেড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।