ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে পিকআপভ্যান চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
চরফ্যাশনে পিকআপভ্যান চাপায় যুবক নিহত প্রতীকী ছবি

ভোলা: ভোলার চরফ্যাশনে পিকআপভ্যান চাপায় মো. আব্দুর রব সর্দার (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের নুর মোহাম্মদ সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আব্দুর রব ওই সড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চরফ্যাশনগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে এলে দক্ষিণ আইচাগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে আব্দুর রবকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাছান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান পা ভাঙা ছিল এবং কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া পিকআপভ্যানটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।