ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৬ দফা দাবিতে সোনারগাঁও টেক্সটাইল সংগ্রাম পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
৬ দফা দাবিতে সোনারগাঁও টেক্সটাইল সংগ্রাম পরিষদের মানববন্ধন

বরিশাল: যুগোপযোগী বেতন স্কেল চালু, প্রতিশ্রুত ১০ শতাংশ বেতন বাড়ানো, ওভারটাইমে বেসিকের দ্বিগুণ মজুরি পরিশোধসহ ছয় দফা দাবিতে সোনারগাঁও টেক্সটাইল সংগ্রাম পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী। পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান।  

বক্তব্য দেন- সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি দুলাল মল্লিক, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।  

বক্তারা বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইনের ১৪১ ধারায় আছে- জীবনযাপন ব্যয়, জীবনযাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য, দেশের ও সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করতে হবে। উপরোক্ত মানদণ্ড, বিভিন্ন গবেষণা, শিল্পের সক্ষমতা, আমাদের পর্যালোচনায় টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের পরিবারের মোট আয়ের অন্ততপক্ষে ৫০ থেকে ৫৫ শতাংশ আয় করতে হলে তা ২৫ হাজার টাকার নিচে হলে তা কোনোভাবে ন্যায্য মজুরি হবে না। ইতোমধ্যে টেক্সটাইল খাতের ন্যূনতম মজুরির বিষয়ে সরকার ও শ্রমিক পক্ষের বৈঠকে টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।  শ্রমিকরা এ প্রস্তাব মেনে টেক্সটাইলের নতুন ও যুগোপযোগী বেতন স্কেল চালু করার জোর দাবি জানান।

তারা আরও বলেন, ২০২১ সালে আন্দোলনের মুখে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ২৫ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেই বেতন ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। বাকি ১০ শতাংশ বেতন আজও বাড়ানো হয়নি। বক্তারা প্রতিশ্রুত ১০ শতাংশ বেতন বাড়ানোর জোর দাবি জানান। একইসঙ্গে ছুটি দেওয়া নিয়ে শ্রমিক হয়রানি বন্ধ করে অর্জিত ছুটির মজুরি পরিশোধ, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি পরিশোধ করাসহ তারা ছয় দফা দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।