ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

খুলনায় কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
খুলনায় কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনায় পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করা মীনকো নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার রূপসা উপজেলার কুদির বটতলার তিলক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, রূপসার তিলক এলাকায় অবস্থিত কার্বন ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, আগুনে দুটি ট্রাকে থাকা পাটকাঠি ও ফ্যাক্টরির সামনে থাকা বেশ কিছু পাটকাঠি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

তিনি আরও জানান, সিগারেটের ফেলে দেওয়া শেষ অংশ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।