ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে আজিবুল নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৫ এর একটি দল উপজেলার হেলালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রসহ এক ব্যক্তির অবস্থানের গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আজিবুল পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।