ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জের তিস্তায় সেতু নির্মাণ ব্যয় বাড়লো ৭২ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
সুন্দরগঞ্জের তিস্তায় সেতু নির্মাণ ব্যয় বাড়লো ৭২ কোটি টাকা

ঢাকা: গাইবান্ধা জেলার অন্তর্গত সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার লম্বা সেতু নির্মাণের ব্যয় বাড়ালো সরকার। ৩য় সংশোধনে ৭২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা ব্যয় বাড়িয়ে নতুন চুক্তিমূল্য হবে ৪৪০ কোটি ২১ লাখ ৩৭ হাজার ২৩২ টাকা।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা জেলার অন্তর্গত সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার লম্বা পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর সড়কের সেতু (৩য় সংশোধিত) প্যাকেজ নং সুন্দরগঞ্জ কাজের সংশোধিত চুক্তিমূল্য (ভেরিয়েশন প্রস্তাব) অনুমোদন দিয়েছে সরকার। এখানে মূলচুক্তি ছিলো ৩৬৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৯০৬ টাকা। ভেরিয়েশন আসছে ৭২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা। সব মিলিয়ে সংশোধিত চুক্তিমূল্য হবে ৪৪০ কোটি ২১ লাখ ৩৭ হাজার ২৩২ টাকা। সুপারিশকৃত দরদাতা চায়না স্টেটস কনস্ট্রাকশন ইন্জিনিয়ার কর্পোরেশন লিমিটেড।  

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনী-২০২১)-এর আওতায় সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড (এসওএসসিএল) দীর্ঘ মেয়াদি ভিত্তিতে এলএনজি আমদানির লক্ষ্যে ড্রাফট এলএনজি এপিএ আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। টাকার পরিমাণ এখানে বলা যাবে না। চুক্তি কার্যকর হবে ২০২৬ এবং কার্যকর থাকবর ১৫ বছর।

এছাড়া বেসরকারি খাতে নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন ৯নং চল্লিশা ইউনিয়নের বিল সুলঙ্গী মৌজায় ৫০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। যেখানে ৫০ মেগাওয়াট নো ইলেক্ট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে ২০ বছর মেয়াদি এ প্রকল্প। প্রতি কিলোওয়াটের দাম পরবে ১০ টাকা। আর সুপারিশকৃত দরদাতা হচ্ছে কনসোডিয়াম অব প্যারাগণ বাংলাদেশ, রাইজেন এনার্জি ইউকে, হংকং, সেন্টার ফর রিনেবল এনার্জি সার্ভিস লিমিটেড বাংলাদেশ।  

বাংলাদেশ সময়:১৬৪২ ঘণ্টা,ফেব্রুয়ারি ২৯,২০২৪
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।