ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোর সীমানা প্রাচীরের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোকেয়া হলের স্টাফ কোয়ার্টারের দিক থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়েছে। কেউ দেয়ালের অপর পাশের রাস্তা থেকে বাচ্চাটিকে বাংলোর ভেতরে ফেলেছে।
তিনি বলেন, সাধারণত পাশেই মেডিকেল হওয়ায় এ ধরনের মরদেহ আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। এবার হয়তো তারা মেডিকেলের আশে পাশে ফেলতে না পেরে এদিকে ফেলে গেছে। পরিচ্ছন্নকর্মীরা সেটি উদ্ধার করেন।
প্রক্টর বলেন, দেখে মনে হচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু। স্টাফরা তা দেখার পর পুলিশকে জানায়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমএম/আরএইচ