গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় তিনটি অবৈধ ইটভাটা ভাঙাসহ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরবাড়িয়া এলাকায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় লাইসেন্স না থাকার অপরাধে এনবিএম, এসবি স্টার ও জেআরবি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া জেআরবি ইটভাটা মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা ও এসবি স্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মইনুল হক, সহকারী পরিচালক মমিন ভুঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ জানান, তিনটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে ওই ইটভাটাগুলোর কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরএস/আরবি