ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকালে পৃথক দুইটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নীলফামারীর দোহার থানার হরিহরা এলাকার কাবুল ইসলামের ছেলে রাব্বানী (২৫) এবং অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরু জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাব্বানী রতনপুর এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের খোলাপাড়া এলাকায় টেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।