ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্য আটক আটকরা

জয়পুরহাট: জয়পুরহাটে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ তিন কিশোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-০৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

রোববার (০২ মার্চ) রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পন্ডিতপুরের রমজা আলীর ছেলে রাব্বি হোসেন (২১), বামন পাড়ার পরিমলের ছেলে প্রিয় সৌরভ (২০) ও পার্বতীপুরের কামরুল ইসলামের ছেলে রিসাদ হোসেন (২১)।

র‌্যাব জানায়, সম্প্রতি জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভাদসা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করে।  

রাতেই তাদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।