ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরমোনাই মাহফিলে গিয়ে আর ঘরে ফেরা হলো না যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
চরমোনাই মাহফিলে গিয়ে আর ঘরে ফেরা হলো না যুবকের

বরিশাল: জেলার কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় মো. তানভীর হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (০৪ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

নিহত তানভীর নারায়নগঞ্জের রূপগঞ্জ তারাবো বিশ্বরোড এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া গ্রামে। বর্তমানে তারা পরিবারসহ তারাবো বিশ্বরোড এলাকায় থাকতেন।

চরমোনাই মাহফিলে এসে শুক্রবার (০১ মার্চ) কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

ওসি আব্দুল জলিল বলেন, সাঁতার না জানার কারণে ওই যুবক নদীতে নেমে ডুবে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে কীর্তনখোলা নদীর মহাবাজ এলাকায় তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হলে তানভীরের বাবা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।

তানভীরের বাবা জাকির হোসেন জানান, তারাবো এলাকায় টাকার ব্যবসা করতেন তানভীর। চরমোনাই মাহফিলে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। তার মরদেহ শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত না করেই মরদেহ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।