ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফসল নষ্ট করছিল হাতির পাল, রক্ষা করতে গিয়ে প্রাণ গেল কৃষকের   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
ফসল নষ্ট করছিল হাতির পাল, রক্ষা করতে গিয়ে প্রাণ গেল কৃষকের   

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ।

 

সোমবার (৪ মার্চ) রাতে ভারতীয় গারো পাহাড়ের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার মহিশলেটি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মো. আব্দুল হালিম ওরফে ফালাইন্নার ছেলে।  

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজ ক্ষেতে পানি দিতে যান। এসময় ভারতীয় বন্যহাতির পাল সীমান্ত পেরিয়ে এসে তার ফসল নষ্ট করতে শুরু করে। এ খবরে হাতি তাড়াতে জড়ো হন গ্রামের লোকজন। স্থানীয়দের সঙ্গে সাইফুলও হাতি তাড়াতে গেলে উল্টো হাতির পাল তাদের ওপর আক্রমণ করে। এসময় অন‍্যরা দৌড়ে পালাতে পারলেও হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে হাতির পাল চলে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।  

এসআই আরও জানান, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।