ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণে গোলাম রসূল ওরফে লিটন (৪৮) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার অভিযোগে সাফায়াত আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সাফায়াত একই গ্রামের শাহ আলমের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল ওরফে লিটন স্থানীয় একটি নুরানি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন। সেই সুবাদে মাগরিবের সময় কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন তিনি। এসময় একই এলাকার মাদকাসক্ত সাফায়াত শিক্ষক লিটনকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে পালানোর সময় রাত সোয়া ৯টার দিকে পুলিশ তাকে আটক করে।

বুধবার রাত সাড়ে ১১টার সময় সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে ঠিক কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে, তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।