ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ যুবক আটক

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে অস্ত্রসহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

 

শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্য ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ। এসময় নিজ বাড়ি থেকে আটক হন জুয়েল রানা।  

পরে তাকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনা সদস্যরা।  

আটক জুয়েল মাছুয়াপাড়ার পান্না মিয়ার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ও ফুটবল খেলোয়াড় বলে জানা গেছে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার উইতসাগর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ করে যৌথবাহিনী।  

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু জানান, আটক জুয়েলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অস্ত্রটি তিনি গত ৫ আগস্টের পরে কোনো এক সময় কিনেছেন। তিনি যার কাছ থেকে অস্ত্রটি কিনেছেন এবং অস্ত্র কেনার টাকা পেয়েছেন সে তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।