পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদরাসায় আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করছে একদল বখাটে। এতে বেশ কয়েকজন ছাত্রী তাদের নিরাপত্তার অভাববোধ করছে বলে জানা গেছে।
অভিযোগে সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী মাদরাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে একদল বখাটের উৎপাতের শিকার হচ্ছে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ফলে ছাত্রীদের মাদরাসায় যাওয়া আসায় নিরাপত্তার অভাব বোধ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, স্থানীয় নদমুলা গ্রামের ইব্রাহীম মুন্সীর দুই ছেলে সজিব মুন্সী, শফিকুল মুন্সী ও তাদের সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে মাদরাসায় আসা-যাওয়ার পথে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও কটূক্তি করে আসছে। এতে শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় যেতে এখন ভয় পাচ্ছে।
মাদরাসা সুপার এ কে এম শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদরাসা কর্তৃপক্ষ লিখিত দিলে হবে না,শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ দিতে হবে। তাহলে বখাটেদের আইনের আওতায় আনা যাবে বলে তিনি জানান।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন,মাদরাসা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
আরএ