ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভ্লাদিমির পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
ভ্লাদিমির পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন। ছবি: ক্রেমলিনের ওয়েবসাইট থেকে নেওয়া

রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার (২১ মার্চ) তিনি এ অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ভ্লাদিমির পুতিন সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।  

উল্লেখ্য,  গত ১৫ মার্চ ভোটগ্রহণ শুরু হয়ে ১৭ মার্চ শেষ হয়। নির্বাচনে পুতিন ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। এটি সোভিয়েত ইউনিয়নের পর রাশিয়ায় বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড।

পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এমইউএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।