ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাতিজাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাকারী ফুফা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
ভাতিজাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাকারী ফুফা কারাগারে

হবিগঞ্জ: জেলার বাহুবল উপজেলায় ভাতিজাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাকারী ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুর্লভ চাষা (৫৭) বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের ডিবা চাষার ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, হত্যাকারী শ্রীমঙ্গলে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৬ মার্চ সম্রাট তাঁতী নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন দুলর্ভ। নিহত সম্রাট রশিদপুর চা বাগানের মানিক তাঁতীর ছেলে। তাকে হত্যাকারী দুর্লভ সম্পর্কে তার ফুফুর জামাই।

পুলিশ জানায়, সেদিন রাতে সম্রাট ও তাঁর ফুফা (ফুফুর জামাই) দুর্লভ চাষা একসঙ্গে খেতে বসেন। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয় ও এক পর্যায়ে সম্রাটকে কুড়াল দিয়ে আঘাত করেন দুর্লভ। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।