ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
রূপগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার : প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মার্চ) সকাল ৯টায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তার তারিকুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ ধুমাইটারি মন্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। নিহত ফারজানা ইসলাম মিশু (৩২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নান মাস্টারের মেয়ে।

গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে জানান, ফারজানা অন্য এক যুবকের সঙ্গে পরকীয়া করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববারও তাদের মধ্যে ঝগড়া শুরু হলে একপর্যায়ে তারিকুল হাতে ছুরি নিয়ে ফারজানার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, স্থানীয়দের সংবাদে জানা যায় মাঝিনা এলাকায় নয়ন মিয়ার মালিকানাধীন চারতলা বাড়িতে বুকে ছুরি মেরে ফারজানা ইসলাম মিশু নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। গৃহবধুর স্বামী তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।