ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে গাঁজা গাছসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
শ্যামনগরে গাঁজা গাছসহ যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আটটি গাঁজা গাছসহ আশিকুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী এলাকার গ্রামীণ ফিস পার্ক থেকে তাকে আটক করা হয়।

 

আটক আশিকুর ওই গ্রামের আফসার গাজীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছোট ভেটখালী এলাকার গ্রামীণ ফিস পার্কের কর্মচারী হিসেবে কাজের আড়ালে সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন আশিকুর। গোপন তথ্যের ভিত্তিতে রাতে গ্রামীণ ফিস পার্কে অভিযান চালানো হয়। এ সময় গ্রামীণ ফিস পার্কের সবজি ক্ষেতের মধ্য থেকে আটটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।