ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা সেনানিবাসে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
শেখ হাসিনা সেনানিবাসে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু

পটুয়াখালী: বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসে শুরু হয়েছে সাতদিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪।  

রোববার (২৪ মার্চ) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।

পরে তিনি প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের এ সমরাস্ত্র প্রদর্শনী চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। ২৫ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


প্রথমবারের মতো বরিশাল এরিয়ায় এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিলেনের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শনীতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।