ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
ফেনীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

ফেনী: ফেনীতে গিয়াস উদ্দিন (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৭ মার্চ) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মৃত আব্দুল মালেক (কালা মিয়ার) ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনসহ আটটি মামলা আছে।

ফেনীর র‍্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেপ্তার গিয়াস উদ্দিন ফেনী মডেল থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। এ সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।