ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তের শূন্যরেখায় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
সীমান্তের শূন্যরেখায় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু 

বেনাপোল(যশোর): বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শূন্যরেখায় অসুস্থ হয়ে নূর ইসলাম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুর ৩টার সময় বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় তিনি অসুস্থ হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত পাসপোর্ট যাত্রী হলেন যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। (পাসপোর্ট নম্বর-A01131727)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ইমিগ্রেশন রাতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করেছে।  

ভারতগামী ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এসময় কেউ অসুস্থ হলেও শূন্যরেখা থেকে বাইরে যাওয়ার সুযোগ থাকে না।  এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীর সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপর নিরাপদ যাতায়াতের ব্যবস্থা আজও হয়নি।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।