ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আগুনে পুড়লো ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
নোয়াখালীতে আগুনে পুড়লো ৮ দোকান

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর চৌরাস্তায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আটটি দোকান পুড়ে গেছে।  

শনিবার (৩০) রাত সোয়া ১২টার দিকে ইউনিয়নের মান্নান নগর চৌরাস্তার দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।  

স্থানীয়রা জানান, শনিবার রাত সোয়া ১২টার দিকে মান্নান নগর চৌরাস্তার দক্ষিণ বাজারে হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো. খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।  

মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।