ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় পাঠ্যক্রমে জমির বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে: ভূমিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
জাতীয় পাঠ্যক্রমে জমির বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে: ভূমিমন্ত্রী

গোপালগঞ্জ: আগামীতে জাতীয় পাঠ্যক্রমে জমিজমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

অনেকে শিক্ষিত হয়েও জমিজমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না।

তাদের এগুলো বুঝতে হবে, যোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, আগামীতে আমরা এসএসসির পাঠ্যক্রমে জমিজমার বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছি।


রোববার (৩১ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা হল রুমে আয়োজিত ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসঙ্গতি রয়েছে, তা দূর করা দরকার। আর এজন্য সবাইকে সচেতন হতে হবে। জমি সংক্রান্ত বিষয়ে সবাই জ্ঞান রাখতে হবে।

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমির অসঙ্গতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।  

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।