ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

এনআইডির ডিজি হলেন বেবিচক সদস্য মাহবুব আলম তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
এনআইডির ডিজি হলেন বেবিচক সদস্য মাহবুব আলম তালুকদার

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

এই পদে সরকার গত ৩০ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল, যা নতুন প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে।

এরআগে, এনআইডির ডিজি ছিলেন এ কে এম হুমায়ুন কবীর। তিনি অবসরে যাওয়ার পর দুই বছর চুক্তি ভিত্তিতে এনআইডি ডিজি হিসেবে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর মাসুম আহমেদ চৌধুরী নিয়োগ পেলেও তিনি এনআইডিতে যোগদান করেননি। ফলে দুই মাস ধরে এনআইডি ডিজির দায়িত্ব পালন করে আসছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।