ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে চোরাই লোহা চালানসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
মাধবপুরে চোরাই লোহা চালানসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাই পুরাতন লোহার চালান ও পিকআপভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আট লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২ এপ্রিল) হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।  

এর আগে সোমবার (১ এপ্রিল) দিন মাধবপুর উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তাররা হলেন- মাধবপুরের বানেশ্বর গ্রামের রহজ মিয়ার ছেলে বাছির মিয়া (৩৪) ও গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (২৮)।  

জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন জানান, বাছির মিয়া ও বোরহান উদ্দিন গাড়িসহ ৮ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের লোহার পুরাতন জিনিসপত্র বানেশ্বর বাজারে বাছির মিয়ার ভাঙালি দোকানে বিক্রি করতে এসেছিলেন। গোপন সূত্রে পুলিশ জানতে পারে এসব মালামাল চোরাই। পরে সেখানে অভিযান চালিয়ে মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পেনাল কোডের তিনটি ধারায় থানায় মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।