ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত 

বেনাপোল (যশোর): চোরাই পথে বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বিজিবি।

 

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।  

আহতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও একই গ্রামের দ্বীন ইসলামের ছেলে বাবু (৩৭)।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারি অবৈধ পথে ভারত সীমান্তে ঢোকার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। এবং এদের মধ্যে একজনের পায়ে ও চোখে গুলি লাগে। পরে বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

তাদের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।