ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  

মঙ্গলবার (২ এপ্রিল) রাতের কোনো এক সময় গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি একই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান। এসময় ভারতের ১৫৯, বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে।

রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুলের পরিবার বিষয়টি তাকে জানিয়েছেন।

এদিকে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।