ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের দায়ে ভোলায় দুই লঞ্চকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের দায়ে ভোলায় দুই লঞ্চকে জরিমানা 

ভোলা: ধারণক্ষমতার বেশি যাত্রী বোঝাই ও নিরাপত্তা সামগ্রী না থাকার অভিযোগে ভোলার ইলিশা-ঢাকা রুটের যাত্রীবাহী দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ এপ্রিল) রাত ৯টায় ভোলার ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এ অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় সুরভী- ৮ লঞ্চকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ২০,০০০ টাকা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ফারহান-৯ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়। এ সময় অভিযুক্ত দুই লঞ্চকে জরিমানা করা হয়। ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।