ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালী বাস টার্মিনালে টিকিট আছে যাত্রী নেই 

জি এম মুজিবুর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
মহাখালী বাস টার্মিনালে টিকিট আছে যাত্রী নেই  ছবি: জি এম মুজিবুর

ঢাকা: আর মাত্র একদিন পরেই ঈদুল ফিতর। ঈদযাত্রার সপ্তম দিনে মহাখালীতে যাত্রীদের চাপ নেই।

বুধবার (১০ এপ্রিল) দুপুর পর থেকে আন্তজেলা বাস টার্মিনালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

টার্মিনাল ঘুরে দেখা যায়, কাউন্টারগুলোতে পরিবহন সংশ্লিষ্টদের অলস সময় পার করছে কোনো কোনো কাউন্টারে কয়েকজন যাত্রী দেখা যায়।

কাউন্টারের কর্মকর্তা জানান, সঠিক সময়ে আমাদের বাস ছেড়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে যাত্রী পূর্ণ করে বাস ছেড়ে যাচ্ছে।

ঢাকা টু ময়মনসিংহ রোডের এনা পরিবহনের সহকারী ম্যানেজার এস এম খালেদ বাংলানিউজকে বলেন,  সকাল থেকে আমরা ৭০টার বেশি গাড়ি ছাড়তে পারছি। তবে ইফতারের পরে হয়তো আর যাত্রী থাকবে না। গাড়িও কম চলবে।

তিনি আরও বলেন, গতকালের তুলনায় আজকের যাত্রী নেই বললেই চলে।

প্রতি ১৫ মিনিট পরপর আমরা একটা করে গাড়ি ছাড়তে পারছি ৪০ সিটের গাড়ি সব টিকিট বিক্রি হলেই আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি।

এনা পরিবহনের যাত্রী মো: জাকারিয়া হাবিব তিনি বাংলানিউজকে বলেন, আমি গ্রামের বাড়ি ফ্যামেলি নিয়ে যাচ্ছি ঈদ করার জন্য তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যেতে পারছি, তবে রাস্তায় যদি যানজট না হয় তবে তিন ঘণ্টার মধ্যে ময়মনসিংহ পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।

ঢাকা টু কিশোরগঞ্জ রোডের অনন্যা পরিবহনের কাউন্টার মাস্টার মো. আমান বাংলানিউজকে বলেন, গতকাল যাত্রীর খুব চাপ ছিল সকাল থেকে গতকালকের তুলনায় আজ অর্ধেকও যাত্রী নেই।

গতকাল যে গাড়ি ছাড়তে পারছি আজকে তার অর্ধেকও গাড়ি ছাড়তে পারিনি, সন্ধ্যার পর থেকে কোনো যাত্রী আর থাকবে বলে আমরা মনে করছি না। এখন কয়েকজন যাত্রী আসছে তাদের টিকিট দিয়ে আমরা উঠিয়ে দিচ্ছি তবে ৩৮ সিটের গাড়িতে ১৫-২০ জন যাত্রী নিয়ে যেতে হচ্ছে আবার কিশোরগঞ্জ থেকে যে গাড়ি ঢাকায় আসছে খালি গাড়ি মানতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
জিএমএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।