ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত 

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

 

রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় লামা উপজেলার সাবেক বিলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মুজিবুর রহমান (৪৬)। তিনি লামা থানার কনস্টেবল হিসেবে কর্মরত।

সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি দেলোয়ার হোসেন সাবেক বিলছড়ি এলাকার বৌদ্ধবিহারের পাশের পাহাড়ে অবস্থান করছে বলে গোপন তথ্য পায় পুলিশ। পরে সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সাদ্দাম হোসেন ও আহত পুলিশ সদস্য মুজিবুর রহমান তাকে গ্রেপ্তার করতে পাহাড়ে যান। এ সময় আসামি দেলোয়ার হোসেন ও তাদের একটি সংঘবদ্ধ দল ছুরি দিয়ে পুলিশ সদস্য মুজিবুর রহমানের ওপর হামলা চালায়। এতে তার মুখমণ্ডলে গুরুতর জখম হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।