ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা

ঢাকা: কমিউনিটি ব্যাংক বাংলাদেশের (পিএলসি) পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২৩ সালের ব্যাংকের হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ১০ দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ সভায় সভাপতিত্ব করেন।  

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিন) মো. কামরুল আহসান, র‍্যাব মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি) এম খুশীদ হোসেন, অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. অতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ডিআইজি (এইচআরএম) কাজী জিয়া উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ) সুফিয়ান আহমেদ, এফসিএ, এফসিএমএ'র স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মসিহুর রহমান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।