ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার

হবিগঞ্জ: জেলার চুনারুঘাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৮৭০ কেজি চালসসহ এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে এ তথ্য জানান।

গ্রেপ্তার জুয়েল মিয়া ওরফে জাবেদ (২৬) চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে। শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্য বাজার থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে জুয়েলসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি হিল্লোল রায় জানান, দেশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা অর্থাৎ ৮৭০ কেজি চাল বাজারে জুয়েলের মামা বাবার দোয়া ভ্যারাইটিজ স্টোর থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জুয়েলের সঙ্গে সরকারি চাল চোরাকারবারে কাদের সংশ্লিষ্টতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মামলায় ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ