ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে ১২ কেজি গাঁজাসহ দুজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
নড়াইলে ১২ কেজি গাঁজাসহ দুজন আটক

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ সাবু মোল্যা (২৪) ও হাফিজুর রহমান (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক সাবু মোল্যা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং হাফিজুর রহমান নড়াইলের লোহাগড়া থানার লাহুরিয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ ফোর্স নিয়ে অভিযান চালান। চরশালনগর গ্রামে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা ছয়টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা জব্দসহ দুজনকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

লাহুড়িয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে। মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।