ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাইসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাইসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর: দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই রাসেল রেজাকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার মামলায় বড় ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শনিবার (২০ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার মালসাপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব-১৩ সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

 

এর আগে বুধবার (১৭ এপ্রিল) শহরের বালুয়াডাঙ্গা এলাকার দপ্তরিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

গ্রেপ্তার তিনজন হলেন- নিহত রাসেল রেজার বড় ভাই মাসুদ রানা (৪১), ভাবি ফারহানা রিমা (৩৫) ও ভাতিজা ফারহান আলী রনক (১৫)।  

শনিবার বিকেলে দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি-১ উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ির জমি নিয়ে ছোট ভাই রাসেল রেজা ও বড় ভাই মাসুদ রানার সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত ১৭ এপ্রিল সকালে সেই দ্বন্দ্বের জেরে রাসেল রেজাকে বড় ভাই, ভাবি ও ভাতিজা কুড়াল দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল রেজা মারা যান। এ ঘটনায় নিহত রেজার বাবা বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকে দিনাজপুর র‌্যাব-১৩ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। শনিবার ভোরে দিনাজপুর র‌্যাব-১৩ ও সিরাজগঞ্জ র‌্যাব-১২ যৌথভাবে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মালসাপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করে।  

শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারদের দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।