গাজীপুর: কালিয়াকৈর উপজেলার পলানপাড়া এলাকায় গজারি বন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি আগুনের পাশে পড়েছিল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে টি-শার্ট ও লুঙ্গি ছিল। নিহতের বয়স ৩৫ হতে পারে বলে ধারণা পুলিশের।
স্থানীয়দের বরাত থেকে পুলিশ জানায়, পলানপাড়া এলাকায় গজারি বনের ভেতর ওই যুবক আগুন পোহাচ্ছিলেন। ময়লার স্তূপে লাগানো আগুনের পাশে বসেছিলেন তিনি। সকালে সেখানেই তাকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা খবর দিলে পুলিশ সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য সেটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। সেটি সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
আরএস/এমজে