হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্ত্তুজা হাসান গ্রেপ্তার হয়ে কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৩টার দিকে আজমিরীগঞ্জ থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
পরে বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় তাকে। পাশাপাশি তিনিও জামিন আবেদন করেন আইনজীবীর মাধ্যমে। এসময় শুনানি শেষে আদালতের বিচারক হারুন অর রশিদ তার জামিন মঞ্জুর করেন।
দুপুরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৮ সালে শিবপাশা বাজারের একটি মারামারির মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এদিকে নির্বাচনে প্রতীক বরাদ্দের আগের রাতে উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মর্ত্তুজা হাসানকে রাতে গ্রেপ্তার করা ও সকালে মুক্তি দেওয়ার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআই