ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে সেলিম (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৪এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখান ফায়দাবাদ কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিমের সহকর্মী মো. জসিম জানান, তারা ফায়দাবাদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। সেলিম রাজমিস্ত্রির কাজ করতেন। বিকেলে সেলিম চারতলায় প্লাস্টারের কাজ করছিলেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে দ্রুত উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

তিনি আরও জানান, নিহত সেলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। বাবার নাম মোফাজ্জল হোসেন। বর্তমানে ফায়দাবাদের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।