ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
হরিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

মানিকগঞ্জ: জেলার হরিরামপুর উপজেলার নাওডুবি এলাকায় ছুরিকাঘাতে হাবিনুর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

হরিরামপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত হাবিনুর উপজেলা বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের টুলুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন কিশোর-যুবকের বাকবিতণ্ডা হয়। সেই পূর্ব শত্রুতার জেরে আজ (বৃহস্পতিবার) নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক হাবিনুরকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম বলেন, মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনে ঝগড়া হয়েছিল। সেই বিষয়টি থেকে পূর্ব শত্রুতার জেরে আজ হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।