ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় নিষিদ্ধ জাল-নৌকা জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
মেঘনায় নিষিদ্ধ জাল-নৌকা জব্দ, জরিমানা

লক্ষ্মীপুর: জেলার রামগতির মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে ২০টি নিষিদ্ধ বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। দুপুরে রামগতির মাছঘাট এলাকায় জব্দ করা জালগুলো পুড়ানো হয়েছে।  

অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন জ্যৈষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বড়খরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ