ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
নবাবগঞ্জে সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।  

শনিবার (২৭ এপ্রিল) উপজেলা সদর কাশিমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম জানান, উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪০ শতাংশ সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। জমিটির বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা। শনিবার ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে জমি সরকারের পূর্ণ দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।  

তিনি আরও জানান, সরকারি জমির শ্রেণি রাস্তা, যা দোহার-নবাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত। উচ্ছেদের কারণে রাস্তাটি আরও প্রশস্ত হয়েছে। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪ 
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।