ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ট্রলি উল্টে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
কালকিনিতে ট্রলি উল্টে একজনের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: জেলার কালকিনিতে শ্যালো ইঞ্জিনচালিত বালুভর্তি ট্রলি উল্টে জামিল সরদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত জামিল কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের পশ্চিম শিকারমঙ্গল গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। তিনি ওই ট্রলিচালকের সহযোগী (হেলপার) ছিলেন।  

জানা গেছে, কালকিনির শিকারমঙ্গল এলাকায় বালু নিয়ে একটি ট্রলি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রলিচালকের সহযোগী জামিল ট্রলি ও সড়কের পাশের গাছের মাঝে চাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।