ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ চিংড়ির চালান আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ চিংড়ির চালান আটক

বেনাপোল (যশোর): আমদানিকৃত সামুদ্রিক মাছের মধ্যে আমদানি নিষিদ্ধ ৪৭০ কেজি বড় চিংড়ি আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।  

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেড থেকে এ মাছের চালানটি আটক করা হয়।

 

জানা যায়, এ চালানটির আমদানিকারক খুলনার বাবুল ট্রেডার্স হলেও বন্দর থেকে এই পণ্য খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন শহীদ ট্রেডিং করপোরেশন নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।  

কাস্টমস কর্তৃপক্ষ জানান, ভারতীয় WB-23-E-8303 নম্বরের একটি ট্রাকে ৮৭ প্যাকেজে ৫০১৭ কেজি মাছ আমদানি করে খুলনার বুলবুল ট্রেডার্স। কিন্তু তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এ আমদানিকৃত মাছের গাড়িতে আমদানি নিষিদ্ধ মাছও রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই মাছের গাড়িতে ১১ প্যাকেজে ৪৭০ কেজি আমদানি নিষিদ্ধ চিংড়ি মাছ পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, আমদানিকৃত সামুদ্রিক মাছের গাড়িতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪৭০ কেজি বড় সাইজের চিংড়ি মাছ আটক করা হয়েছে। এ আমদানিকারকের লাইসেন্স লক করা হবে এবং সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।