ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গাড়িচাপায় বাইকার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
আড়াইহাজারে গাড়িচাপায় বাইকার নিহত

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার রয়েল ইউভিং অ্যান্ড কাটিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা পেনাব এলাকার রশিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে বান্টি এলাকা থেকে গাউছিয়ার দিকে যাচ্ছিলেন সাইদুর। এ সময় অজ্ঞাত এক গাড়ি সাইফুলকে ধাক্কা দিয়ে ফেলে তার কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে  সাইনবোর্ড এলাকায় পৌঁছালে সাইদুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।