ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ৬, ২০২৪
গোমস্তাপুরে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার আড্ডা-সারাইগাচ্ছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

বাবু গোমস্তাপুর ইউনিয়নের দোসিমানি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে।  

গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে ভটভটির চালক বাবু নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।