গাজীপুর: নিখোঁজের দুইদিন পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত হলো- টাঙ্গাইল সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১১)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আমবাগ পশ্চিম পাড়া এলাকায় মোয়াজ্জেম হোসেনের টিনশেডের বাসায় মায়ের সঙ্গে ভাড়া থাকতো জুনায়েদ হোসেন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় জুনায়েদ। পরে তার আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবার এলাকায় মাইকিং করে। এক পর্যায়ে বুধবার দুপুরে আমবাগ পশ্চিম পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে রাজমিস্ত্রি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫।
আরএস/জেএইচ