ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের শুলাকুড় মাঠে বজ্রপাতে আবুল হাসেম নিলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিলাম ওই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে মাঠে কৃষি কাজ করছিলেন নিলাম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এদিকে নিলামের বাড়িতে আসতে দেরি দেখে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মাঠে গিয়ে দেখতে পান মৃত অবস্থায় পড়ে আছেন নিলাম। তার শরীরের প্রায় অর্ধেক ঝলসে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

হলিধানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু জানান, বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন কৃষক নিলাম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মে ৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।