ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অপদ্রব‍্য পুশের দায়ে ব্যবসায়ীকে জরিমানা, ৬৬০ কেজি চিংড়ি বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
অপদ্রব‍্য পুশের দায়ে ব্যবসায়ীকে জরিমানা, ৬৬০ কেজি চিংড়ি বিনষ্ট

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশের দায়ে আব্দুল মালেক নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপদ্রব্য পুশকৃত ৬৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়।

শনিবার (১১ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চাপড়া গ্রামের ইয়াসিন গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ করার সময় হাতেনাতে আটক করে আব্দুল মালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অপদ্রব্য পুশকৃত ৪ ক্যারেট মাছ জব্দ করা হয়।

এছাড়া একই অভিযোগে মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী ও মৃত আপিল উদ্দিন সরদারের ছেলে বাবু সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তারা পালিয়ে যেতে সক্ষম হলেও অপদ্রব্য পুশকৃত ২ ক্যারেট ও ১ ড্রাম মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্বরে কেরোসিন ঢেলে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১১, ২০২৪
আরএৃ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।